হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার উদ্যোগে বাংলাদেশের ২য় সামুদ্রিক বন্দর বাগেরহাটের মোংলাতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বুড়িরডাঙ্গা ও স্থায়ী বন্দরের স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দিগরাজ স্থায়ী বন্দর ট্রাক টার্মিনালে বাদ আছর সম্মেলনের কার্যক্রম শুরু হয।
সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন মিশরের শায়েখ ক্বারী আব্দুল হাফিজ আদ্দুরুনকী, পাকিস্তানের শায়েখ ক্বারী সালমান হাবিব, তানজিনিয়ার শায়েখ ক্বারী রজাঈ আইয়ুব, দক্ষিণ আফ্রিকার শায়েখ ক্বারী ফারদান আদম, পাকিস্তানের শায়েখ ক্বারী জিসান হানিফ সহ দেশ বরেণ্য ক্বারী ও স্থানীয় আলেমগণ।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এবং বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও মুহতামিম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কয়েক হাজার কোরআন প্রেমিক জনতা উপস্থিত ছিলেন।