বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা সরকারী চাকুরীজীবীগণ কর্মকর্তা নই। সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী।
প্রজাতন্ত্রের কর্মচারীগণ একান্তভাবে জনগনের সেবক।জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়। কাজেই আমাদের প্রতিটি কথা ও কাজের শতভাগ স্বচ্ছতা, জবাবদীহিতা এবং দায়বদ্ধতা থাকা উচিত।নিরীহ মানুষ আমাদের দ্বারা অবহেলার শিকার বা হয়রানি হলে বিষয়টি নিঃসন্দেহ অমার্জনীয় অপরাধ হিসেবে গন্য হবে। আমাদের আচার ব্যবহারে সন্মানিত সেবাগ্রহীতাগণ সন্তোষ্ট না হলে তার ব্যার্থতার দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। প্রতিটি সরকারী দপ্তর সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। যে কোন মূল্যে সেবা সহজ লভ্য করা সহ আমাদের অফিস সমুহ centre of excellence হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখা দরকার আমরা কোনমতেই শাসক নই বং আমরা রাষ্ট্র এবং সরকার কতৃক পরিচালিত জনগনের সেবক। সরকারী কর্মচারীগণ বিষয়গুলো হৃদয়ঙ্গম করা সহ মেনে চলতে পারলে দেশবাসী কাংখিত সেবা পাবে এবং আমাদের ব্যবহার সম্পর্কে সকলেই পজিটিভ ধারনা পোষন করবেন। প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিব্রত হতে হবেনা।
বাংলাদেশের স্থপতি অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক ঐতিহাসিত ভাসনে শিক্ষিত সমাজ ও সরকারি চাকরিজীবিদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি সরকারি কর্মচারীদের বলবো, মনে রেখো, এটা স্বাধীন দেশ। ব্রিটিশ কলোনি নয়। পাকিস্তান কলোনি নয়। সাধারণ মানুষের মুখের দিকে একটু ভালভাবে চেয়ে দেখো; তার চেহারাটা তোমার বাবার মত কিংবা তোমার ভাইয়ের মতো। তারাই এদেশে বেশি সম্মান পাবে। কারন এরা নিজের টাকায় খায়। নিজের টাকায় চলে। আর তোমরা ওদের টাকায় বেতন নাও।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আপনি চাকরি করেন আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক। আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন। ওদের ইজ্জত করে কথা বলুন। ওরাই প্রকৃত মালিক। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন "সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন"। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দেওয়ার পরামর্শ দিয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে ১৯৭২ সালের এই ১ ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজেদেরকে জনগণের খাদেম ভাবতে বলে সরকারি কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধু বলেন, ‘“অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করতে হবে”।আসুন আগামী ১৭ মার্চ জাতির পিতার শুভ জন্ম দিনের প্রাক্কালে জাতির জনকের স্বপ্নের উন্নত সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলা গড়ে তোলার শপথ গ্রহন করি এবং যে কোন মুল্যে আমরা জবাবদীহিমুলক, কল্যাণধর্মী ও গণমুখী সেবা নিশ্চিত করি।বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান॥
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.