শেখ মাহাবুব আলম, বিভাগীয় প্রধান খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের মহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।এবার উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ উপজেলায় ৭টি ইউনিয়নে মোট ১,২০,৩৫১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ৬০,৫০৬ জন। প্রার্থীরা সাধারণ ভোটারের দোয়া সমার্থন ও ভালোবাসা পেতে ছুটছে শেষ মূহুর্তের প্রচারণায়।অন্যদিকে সাধারণ ভোটাররা তাদের অভিভাবক নির্বাচন নিয়ে শুরু করেছে হিসেব নিকেষ।বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রার্থীদের ক্ষমতা,দক্ষতা ও যোগ্যতার বিচার বিশ্লেষণ করছে সুশীল সমাজসহ তৃণমূলের ভোটাররা। বটিয়াঘাটার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে টেলিফোন ও ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লাড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে এ ভোট লড়াইয়ে কে জিতবে বলা মুশকিল হলেও খেটে খাওয়া সাধারণ মানুষ বলছে ভোটের মাঠে রাহুলের টেলিফোন মার্কা এগিয়ে থাকবে।।তবে শিমুর ঘোড়া প্রতীককে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে তারা। এদিকে বিএনপির কোন প্রার্থী না থাকায় এবং সারাদেশে ভোট বর্জন করায় বিএনপি সমার্থিত সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্হিত না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.