অরুপ জোদ্দার বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
প্লাস্টিক ও পলিথিন দুষন বন্দ করি, সুন্দরবন রক্ষা করি প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আয়োজনে, জার্মান সরকার ফান্ড ও হেলভেটাস জার্মানীর অর্থায়নে রুপান্তরের বাস্তবায়নে এবং যুব ফোরামের সহযোগীতায় দূষণ কমানো এবং সুন্দরবনের বাস্তুসংস্থানের উন্নয়ন শীর্ষক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সন্মেলনকক্ষে ইওথ ও সুন্দরবন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যুব ফোরম সভাপতি ঐশী মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার বিআরডিপির সাবেক সভাপতি ও নারীনেত্রী আশালতা ঢালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প অফিসার সাকি রেজওয়ানা। গবেষক ও সাংবাদিক অরুপ জোদ্দার। সভায় ইওথদের ও সুন্দরবন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী মানুষের উন্মুক্ত আলোচনায় উঠে আসে পলিথিন দূষণের কারণে মাটির উর্বরতা ব্যাহত হয়, কৃষি উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয় এবং বাস্তুতন্ত্রের সুস্থতা বিঘ্নিত হয়। পলিথিন বর্জ্য পুড়িয়ে ফেলার ফলে পরিবেশে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশে যায়, যার ফলে বায়ু দূষণ ঘটে এবং পরবর্তীতে শ্বাস-প্রশ্বাস জনিত রোগব্যাধির মাত্রা বৃদ্ধি পায়। পলিথিন পণ্য ব্যবহার কমানো, পুন ব্যবহার বিষয়ে জোর দেওয়ার গুরুত্ব আরোপ করেন,
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.