রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। আন্দোলনকারীরা ভবনের প্রবেশমুখে থাকা ব্যারিকেটের সামনে অবস্থান নিয়েছে। তাদের নিয়ন্ত্রণ করতে শতাধিক পুলিশ সদস্য পল্টন ময়দানের ফুটপাত ধরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের দেখে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, রাত আটটার পর আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এসময় সেনা সদস্যরা তাদের ধাওয়া দেন। পরে সাউন্ড গ্রেনেড ছোড়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দুজন আন্দোলনকারী আহত হন। এরপর আন্দোলনকারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। তখন থেকে উত্তেজনা বেড়েই চলেছে।
রাত দশটার দিকে বঙ্গভবনের প্রবেশমুখে থাকা ব্যারিকেটের ওপর দাঁড়িয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানসহ অন্যরা নানা স্লোগান দিয়ে আন্দোলনকারীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। বারবার সেনা সদস্যদের পক্ষ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা তা মানেননি।
পরে রাত সোয়া দশটার দিকে ডিএমপির শতাধিক রিজার্ভ পুলিশের একটি টিম পল্টন ময়দানের ফুটপাত ধরে বঙ্গভবনের দিকে আসার চেষ্টা করে। কিন্তু তাদের দেখে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে যান। পরে তাদের ধাওয়া দেন তারা। পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করেন। ফলে তোপের মুখে পিছু হটতে বাধ্য হন সেই পুলিশ সদস্যরা।
এরপর আবারও আন্দোলনকারীরা ব্যারিকেটের সামনে গিয়ে অবস্থান নেন এবং তারা এখনো স্লোগান দিয়েই চলছেন। তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। তবে এবিষয়ে সেখানে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.