মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রিমঝিম বৃষ্টির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটিতে যে দুটি দল লড়াই করেন বোদা পৌরসভা বনাম ১ নং ঝলই শালশিরি ইউনিয়ন। বৃষ্টির মধ্যে অসংখ্য দর্শক বোদা হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন। বহু দূর দুরান্ত থেকে অনেক মানুষ ফুটবল খেলাটি দেখতে আসেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি।বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলাটিতে সভাপতিত্ব করেন বোদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল, বোদা সরকারী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক।বিশিষ্ট ক্রীড়াবিদ ও একসময়ের তুখোর খেলোয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান লাতু, বোদা পৌরসভার প্যানেল মেয়র মোঃ খাদিমুল ইসলাম, বোদা পৌরসভা কাউন্সিলর মোঃজামাল উদ্দিন।
উক্ত গোল্ডকাপ খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় মোঃ মুরশেদ,সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়ে মোঃ হৃদয়, উক্ত খেলাটিতে পরিচালনা এবং ম্যানেজার হিসেবে দেখতে পালন করেন বোদা পৌরসভার কাউন্সিলর মোঃ কাউসার আলম রুমি, সম্পূর্ণ খেলাটিতে গুরুত্বপূর্ণ কোচ হিসাবে পালন করেন মোঃ মোফাজ্জল হোসেন বিপুল। উক্ত বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলাটিতে বোদা পৌরসভা ২ গোলের ব্যবধানে জয় লাভ করে। জানা যায় এবার দিয়ে তৃতীয়বারের মতো বোদা পৌরসভা চ্যাম্পিয়ন হয়। সর্বশেষে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদানের মাধ্যমে উক্ত খেলার আনুষ্ঠানিকতা শেষ হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.