মোঃমিরাজ হোসাইন স্টাফ রিপোর্টার
ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে। ফরিদপুর সালথা উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে শুক্রবার নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক উপজেলার চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ মোল্ল্যা। সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসাবে প্রচারপ্রচারণায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ভোটারদের মাঝে
তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থক ও নেতা কর্মীদের নিয়ে গণসংযোগের মাধ্যমে সকলে কাছে দোয়া চেয়ে ও মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জনসাধারণের সাথে মতবিনিময় করছেন।
ফরিদপুর সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটি বাজার,পাড়া-মহল্লায়, মোড়ে মোড়ে ওহিদুজ্জামান এর সমর্থকে রা ব্যাপক হারে প্রচার প্রচারনা চালাচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করছেন। ইতিমধ্যেই ব্যাপক প্রচারনার মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন।
ওহিদুজ্জামান ওহিদ মোল্ল্যা। এর আগে ৫ বছর সফলতার সাথে সালথা উপজেলার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন । এবার মাদক, সন্ত্রাসমুক্ত, স্মার্ট ও আধুনিক উপজেলা বিনির্মাণের লক্ষ্যে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ওহিদুজ্জামান ওহিদ মোল্ল্যা ।
তিনি আরও বলেন, আমার স্বপ্ন ফরিদপুর সালথা উপজেলা হবে স্বয়ংস্বম্পূর্ণ, শিক্ষায় অগ্রগণ্য, আইন শৃংখলায় দৃষ্টান্ত, রাজনৈতিক সহনশীলতায় অনুকরণীয়, পর্যটনে আকর্ষনীয় এবং অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ। ফরিদপুর সালথা উপজেলাকে একটি ডিজিটাল, স্মার্ট, মডেল ও সমৃদ্ধ জনপদে রুপান্তরিত করার ঐকান্তিক আগ্রহ নিয়ে আমি আপনাদের কে সাথে নিয়ে সম্মুখে অগ্রসর হতে চাই।আমরা ফরিদপুর এর সন্তান আমরা সবাই রাজা হয়ে বাঁচতে চাই। তিনি জানান গনসংযোগ কালে জনসাধারণের মাঝে যেভাবে সারা পাচ্ছি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
তিনি বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবাণী পবিত্র জুম্মাহর দিন ফরিদপুর সালথা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি। ফরিদপুর সালথা উপজেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.