নড়াগাতীর সংবাদ ডেক্স
বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি বিদেশী অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৬।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়া নামকস্থানে ফাকামাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব-০৬। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব। দুস্কৃতকারীদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলে জানিয়েছেন র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল মোঃ ফিরোজ কবির।
তিনি বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান শনিবার গভীর রাতে পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল বলে দাবী করেন এই র্যাব কর্মকর্তা।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিষ্ফোরক ককটেল গুলো খুবই শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে।
যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র্যাবের অবৈধ অস্ত্র উদ্ধারসহ নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.