ফাতেমা আক্তার ইভা নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ল কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থী, সাংবাদিক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা সংগঠনের প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা আজ ২ এপ্রিল ( বৃহস্পতিবার) দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এর কাছে ও নারায়ণগঞ্জ ২নং রেললাইন গেইট এলাকায় সন্ধায় দরিদ্র অসহায় রিকশা চালকদের মাঝে ঠান্ডা পানি, শরবত ও তরমুজ বিতরণ করেন।
এ সময় আইন কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতে ফাতেমা আক্তার মাহমুদা ইভা ও আইন কলেজের কয়েক জন ছাত্র-ছাত্রীরা মিলে এ কার্যক্রম পরিচালনা করেন। তাদের এই মানবিক কাজ দেখে সবাই সাধুবাদ জানান। তরমুজ ও শরবতের পানি বিতরণ কার্যক্রম দেখে নারায়ণগঞ্জ ল -কলেজ এর অধ্যক্ষ এডভোকেট মোঃ সাখাওয়াৎ হোসেন ভূইয়া আমাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে মাহমুদা আক্তার ইভা বলেন, তীব্র গরমে মানুষের জনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যেখানে প্রায় প্রতিদিনই ৪২ডিগ্রি উপরে তাপমাত্রা থাকছে। এতে মানুষের কাজকর্ম করা অনেক কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালা কাছে কুদরতি রহমতের বাতাস ও বৃষ্টি দিয়ে শান্তি বর্ষণের জন্য দোয়া করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.