আলী আজীম মোংলা বাগেরহাট
৩২তম জাতীয় টিকা দিবসে মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে ১দিন থেকে ৫ বছর বয়সী শিশুকে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। শনিবার (১জুন) সকাল ১০টায় মোংলা পৌর মার্কেট চত্বর মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান শিশুদের পোলিও টিকা খাইয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। কিন্তু ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে।
নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সকলে মিলে কাজ করলে জাতীয় টিকা দিবস অবশ্যই সফল হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। ভিটামিন-এ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে শিশুরা যাতে সুস্থ্য ও সুন্দরভাবে গড়ে উঠতে পারে সে ব্যাপারে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এবার মোংলা পৌর শহরের ৫৭টা স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানো কার্যক্রম চলছে।
এ সময় পৌর কর্মকর্তা মো: মোহসীন, এস এম বাদল, মো: মাসুদ আলম, আবু বক্কর সিদ্দিক মিলনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। টিকা খাওয়ানো এ কার্যক্রমে রোভারস্কাউট সদস্যরা সহযোগিতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.