কক্সবাজার জেলা থেকে স্টাফ রিপোর্টার কামরুন তানিয়া
০৯ নভেম্বর শনিবার, বিকাল চার ঘটিকায় আয়োজিত অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী এর সংগঠন গতিশীল করা ও সংস্কার সংক্রান্ত জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা হয়।উক্ত কমিটির সহ সভাপতি জনাব রিদুয়ানুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত সভায় বক্তব্য রাখেন-জয়নাল উদ্দিন, রফিকুল ইসলাম আয়মন,হারুনুর রশিদ বাপ্পি, সাইফুল ইসলাম, ওমর ফারুক,রবিউল বশর,আবুল আলা,মানিক,রিদোয়ান, সাজ্জাদ হোছাইন রাহাত, মানিক।সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের কাজকে গতিশীল করার জন্য একটি ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে নুরুল কবির আহবায়ক, নুরুল আবছার সাজু, সদস্য সচিব এবং যুগ্ব আহবায়ক যথাক্রমে সাইদুল মোঃ বশির, আবদুল বাসেত, মোঃ শাহ,মাহবুবুল আলম চৌধুরী, ও ফারুক মিয়া। স্থানীয় অধিকার বাস্তবায়ন পরিষদের সফলতা অর্জনের দিক বিবেচনা করে স্থানীয় জনগণের বেকার যুব সমাজকে সচেতন মহল এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং জনবল জনশক্তিতে রুপান্তিত করে অধিকার বাস্তবায়নে এগিয়ে যাবার লক্ষ্যে এই কমিটির মূল উদ্দেশ্য বলে
সভার সভাপতি জনাব রিদুয়ানুল আজিজ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।