মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ে পাথরাজ সহকারী কলেজ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মোঃইয়াহিয়া উল হক জমাদার বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও একটি স্বাধীন দেশ লাল সবুজের পতাকা। আজকের এই দিনে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।
উক্ত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, ভূগোল বিভাগ, মোঃ রুহুল আমিন সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, মোছাঃ মেরিনা খাতুন সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, মোছাঃআনজুমান আরা সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের আহবায়ক মোাঃআব্দুল্লাহ আল মামুন, প্রভাষক ইসলামের ইতিহাস, সহ সকল শিক্ষক মন্ডলী কর্মচারীবৃন্দ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।