মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধ
গদাইপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে পাইকগাছা উপজেলা ৭ নং গদাইপুর ঐতিহ্যবাহী বাজার সংলগ্নে ,মাহফিল ও ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে, ৮ই ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার । সভাপতি জাতীয় সম্পাদ রক্ষা বাস্তবায়নে কমিটির ৭ নং গদাইপুর ইউনিয়ন ।।
পরিচালনায় — কাজী ইস্তিয়াক আহমেদ , সাংবাদিক ফসিয়ার রহমান (সম্পাদক পাইকগাছা রিপোর্টার্স ইউনিট ) সাংবাদিক কাজী সোহাগ, মোঃ শামীম সরদার , কাজী সিফাত উল্লাহ , ও গাজী কামাল,।
প্রধান বক্তা – পীরজাদা আলহাজ্ব মাওঃ মুফ্তী মোঃ নুরুল্লাহ আমিন,উত্তর ২৪ পরগনা (কলকাতা)
বিশেষ আকর্ষণ – বিশিষ্ট ইসলামী চিন্তাবি, অন্ধ হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন , বেনাপোল (যশোর )
বিশেষ বক্তা – বিশেষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওঃ – আবুল কাশেম গোলামুল্লাহ , সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ ( খুলনা )
বিশেষ বক্তা – বিশেষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওঃ -আমিনুল ইসলাম সুপার মঠবাটী জি, জি,পি ,জি দাখিল মাদ্রাসা
বিশেষ বক্তা – বিশেষ্ট ইসলামী চিন্তাবিদ ,মুফতি কুদরত উল্লাহ ক্বাসেমী খতিব গদাইপুর মারকাজ মসজিদ ,
বিশেষ বক্তা – বিশেষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওঃ -আব্দুল হান্নান ওমর , সম্পাদক জাতীয় মুফাসসির পরিষদ (খুলনা )
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি করবেন জনাব মোঃ আমিরুল ইসলাম (কাজল ) সভাপতি জাতীয় সম্পদ রক্ষায় বাস্তবায়ন কমিটির ৭ নংগদাইপুর ইউনিয়ন ।
উক্ত ইসলামিক জলসায় সকল নেতৃবৃন্দ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অসেস নেকি হাসিল করুন ,