মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকা অনিয়ম ও নিয়ম বহির্ভূত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের জাকির হোসেন নামে এক অভিভাবক ভোটার তালিকা অনিয়মের অভিযোগ তুলে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, প্রধান শিক্ষক, সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিবাদী করে মামলা করে। বৃহষ্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
জানাগেছে, উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যলয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের জন্য ২৮ মার্চ দিন ধার্য্য রয়েছে। কিন্তু বিদ্যালয়ের জাকির হোসেন নামে এক অভিভাবক নির্বাচনের তফসিল অন্যায়,অনিয়ম, নীতিমালা ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা করায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ২৪ মার্চ মামলা করে। বিচারক না থাকায় মামলা শুনানির তারিখ ২৪ এপ্রিল ধার্য্য রয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের নোটিশ পেয়ে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে হাজির হয়ে নির্বাচন বন্ধ করে দেন। মামলায় চারটি অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকায় অনেকেই বাদ পড়েছেন, ভোটার তালিকায় নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সদস্য সচিব এর স্বাক্ষর নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তার নাম ভোটার তালিকায় নেই, সরকারী প্রাইমারি বিদ্যালয়ের একজন শিক্ষ অভিভাবক সদস্য রয়েছে যা আইনগত বাধা রয়েছে।
এ বিষয় প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান বলেন, আজ নির্বাচনের দিন ধার্য্য ছিল। আদালতে মামলা হওয়ায় নির্বাচন বন্ধ করে দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। আমার নামে যে বিবাদী করেছে সেটি সঠিক হয়নি। কারণ সভাপতি পরিচালা কমিটির জরুরী সভা করে ভোটার তালিকা করার জন্য শিক্ষক মোঃ কামরুল ইসলাম কে আহবায়ক করে শিক্ষক জি এম সেলিম রেজা, অফিস সহকারী হিমাংশু কুমার বিশ্বাসকে দ্বায়ীত্ব দেয়া হয়। তারা যদি অনিয়ম করে থাকে তার দায়িত্ব তারাই নিবে। বর্তান পরিচালানা কমিটির সভাপতি চিকিৎক শেখ শহিদুল্লাহ বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। যদি কেহ অনিয়ম-দুর্নীতির করে তার দ্বায়ভার তাকে নিতে হবে। তবে পরে আমি দেখেছি ভোটার তালিকায় একটু অনিয়ম হয়েছে। মামলা হয়েছে আদালত যেটি রায় দিবে সেটি আমরা মেনে নিবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন, অনিয়মের মাধ্যমে তফশীল ঘোষণা হয়নি। ভোটার তালিকা যদি অনিয়ম হয় তার দ্বায়ভার ৩ সদস্য কমিটিকে নিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.