স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামে তানভীর আহম্মেদ রনি নামে ১২ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ১১ ডিসেম্বর (সোমবার) বিকেলে নিজ বাড়ী থেকে পার্শ্ববর্তী পহরডাঙ্গা মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। তানভীর ওই গ্রামের রসুল মুন্সীর ছেলে ও পহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র।
এ ঘটনায় নিখোঁজ তানভীরের মা দিলরুবা বেগম নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ তানভীরের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, মুখমোন্ডোল লম্বাটে, হারানোর সময় তার পরনে ছিল কালো টুপি ওঘিয়ে রংয়ের পাঞ্জাবী। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খুঁজে ও তাকে পাওয়া যায়নি।
কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার বাবা ও মায়ের মোবাইল নম্বর ০১৭১৬৩১৯৯০৩ ও ০১৭৬৮৭৪২৭১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।