দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)তে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন।
১ ডিসেম্বর (রবিবার) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে এবং উপ পরিচালক মোঃ আবু হানিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাসার খান, এফবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো এবং উপ-ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এবি এম সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।
তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান। উদ্বোধনী ম্যাচে কৃষি অনুষদ বানাম এএনএসভিএম অনুষদ অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।#
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.