মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ ১৬ই ডিসেম্বর। ৫৪ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন বাংলাদেশ একটি লাল সবুজের পতাকা। পঞ্চগড়ের বোদায় নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে এই দিনটি। ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় বি এন পির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ।
উক্ত সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নাজির,সহকারী ভূমি কমিশনার বোদা থানার অফিসার ইনচার্জ ।বোদা সদর হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বোদা উপজেলা বিএনপি, বোদা পৌর বিএনপি, বোদা উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা মহিলা দল , পৌর মহিলা দল উপজেলা শ্রমিক দল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , পৌরছাত্রদল , উপজেলা কৃষকদল, পৌর কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।