মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা টেপ্প্রিগঞ্জ ইউনিয়নের ঘুংরু পাড়া গ্রামে যৌতুকের টাকা না আনার কারণে পুত্রবধূকে শ্বশুর মনজুরুল ইসলাম রড দিয়ে মাথায় আঘাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এতে পুত্রবধূর মারাত্মকভাবে জখম হয়, সাথে সাথে পুত্রবধু মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়, স্থানীয় লোকজন এসে পুত্রবধূকে উদ্ধার করে প্রথমে দেবিগঞ্জ হাসপাতাল ভর্তি করে পরবর্তীতে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বোদা সদর হাসপাতালে নিয়ে আসে।
এলাকাবাসী জানায় কিছুদিন আগে ভুক্তভোগীর স্বামী বিদেশে যায় তার কিছুদিন পরে স্ত্রী শশুর বাড়ি গেলে পুত্রবধূর কাছে শশুর শাশুড়ি এবং তার পরিবারের লোকজন যৌতুকের টাকা না পাওয়ার কারণে নির্যাতন চালায়। ভুক্তভোগীর মামা লাতু চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান দীর্ঘদিন ধরে যৌতুকের টাকার জন্য শ্বশুর শাশুড়ি ও পরিবারের লোকজন আমার ভাগ্নির উপর নানা রকম শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে আসতেছিল, গত পরশুদিন আমার ভাগ্নে শ্বশুরবাড়িতে গেলে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আবারো নির্যাতন চালায়, আমি এর সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করেন এবং দোষীদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.