গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ০৮ ডিসেম্বর ভোর রাতে ভোলা জেলার সদর থানার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর নামক এলাকার মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত ডাকাত দলের সদস্য শাজাহান ফরাজী ওরফে সাজু মাঝিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশী করে ০৩টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ০৩টি বন্দুকসহ আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।