সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দুয়া থানা পুলিশের নির্বাচনী ব্রিফিং
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৬ জানুয়ারী) সকালে কেন্দুয়া থানার আয়োজনে কেন্দুয়া থানা প্রাঙ্গণে উক্ত ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশের ১০ টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স, ১টি রিজার্ভ টিম, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩০টি, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২টি উল্লেখ করা হয়েছে এবং আজকে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়।
প্রতিটি সাধারণ কেন্দ্রে ১ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২ জন ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ নিয়োজিত থাকবে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবীর সাথে কথা হলে তিনি জানান, ভোর রাত ৩:৩০ মিনিটে ব্যালট পেপার নিয়ে যাওয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কেন্দ্রিক যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, কেন্দুয়া সার্কেল পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন, পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন সহ নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।