নড়াগাতীর সংবাদ ডেক্স
নির্বাচন বানচালের আগাম কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ষড়যন্ত্র করে আসছে। তবে দেশের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন বানচালের আগাম কোনো তথ্য এখনো নেই।
দেশে নির্বাচন যাতে না হয়, সে জন্য বিএনপি লিফলেট বিতরণ করে আসছে—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ নাম অজানা আরও দু-একটি দল, যারা এ কাজে লিপ্ত রয়েছে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগে আইন অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে মনে করি।
সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের আশঙ্কা করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, বিএনপি এর আগেও বিদ্যুতের ওপর নাশকতা করেছে, সুতরাং ওই আশঙ্কা থেকেই হয়তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সব জায়গায় নির্বাচনের ব্যাপক প্রচারণা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.