পিরোজপুরের নেছারাবাদে নির্বাচনী চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতে একই গ্রুপের তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে স্বরূপকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবলীগ অফিসের সামনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী কাজ করছেন। আহতরা হলেন সৌমিত মজুমদার রাজু (৩৯), মো. ফাইজুল হক (৫০), মো. জামান (৩০)।
আহত সৌমিত মজুমদার রাজু বলেন, ‘আমি ইউনিয়ন যুবলীগ নেতা। আসন্ন সংসদ নির্বাচনে তাঁরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। আমরা মহারাজ ভাইয়ের পক্ষে অনেক পরিশ্রম করছি। সে সুবাদে তিনি আমাদের নির্বাচনী কিছু খরচ দিয়েছেন। ওই দিন রাত ৯টার দিকে আমরা ইউনিয়ন যুবলীগের অফিসে বসা ছিলাম। এমন সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন দলবল নিয়ে এসে সেই খরচের ভাগ চাচ্ছিলেন। আমরা খরচের ভাগ দিতে অনীহা প্রকাশ করায় তিনিসহ তাঁর বাহিনী আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে আমাদের যুবলীগের ১৪-১৫ জন লোক আহত হয়েছেন।
স্বরূপকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ইউনিয়নের আমিসহ সৌমিত মজুমদার রাজু আমরা সবাই মহারাজ ভাইয়ের পক্ষে কাজ করছি। আরিফ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে সবাইকে সামন্য কিছু নির্বাচনী খরচ দেওয়া হয়। আরিফ যুবলীগের টাকার ভাগ চাওয়ায় সৌমিত মজুমদার রাজু দিতে চায়নি। তাই নিজেদের মধ্য একটু হাতাহাতি হয়েছে মাত্র।
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা ইউনিয়নের সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী মহারাজ ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করছি। সামান্য কিছু চা খাওয়ার টাকা নিয়ে আরিফের এটা করা ঠিক হয়নি। এটা একটা লজ্জার ব্যাপার।’
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.