নড়াগাতীর সংবাদ ডেক্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্য নড়াগাতী থানা আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় নড়াগাতী থানা আওয়ামীলীগ অফিসে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য নড়াইলের গণমানুষের আস্থা ভালোবাসার প্রতিক জননেতা কবিরুল হক মুক্তির নৌকা প্রতিক বিজয়ের লক্ষ্যে নড়াইল নড়াগাতী থানা আওয়ামীলীগের ছয় ইউনিয়ন মিলে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন বসির, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য নড়াইলের গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতিক জননেতা কবিরুল হক মুক্তি।
এ সময় প্রধান অতিথি তার পিতার স্মৃতিচারণ সহ নড়াগাতী থানা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে দলের জন্য কাজ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশের চৌধুরী, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, মোরাদ মোল্লা, সোহরাব হোসেন, উজ্জ্বল হোসেন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নড়াগাতী থানা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.