স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ (১০ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নড়াইলের গণমানুষের আস্থা ভালোবাসার প্রতিক জননেতা কবিরুল হক মুক্তির নৌকা প্রতিক বিজয়ের লক্ষ্যে নড়াইল সদর (আংশিক), কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এই যৌথ বর্ধিত সভার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল ০১ আসনের এমপি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মোল্লা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক টুকু, কালিয়া পৌর মেয়র ও ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ অহিদুজ্জামান হীরা, নড়াগাতী থানা আওয়ামীলীগে সভাপতি সালাউদ্দিন আহমেদ বসির, অচিন চক্রবর্তী, মোঃ অমর ফারুক, বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সভাপতি নাঈম ভূইয়া, শাহ মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েচুজ্জামান কচি, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বাঐসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মিন্টু সিকদার এছাড়াও নড়াইল সদর , কালিয়া , নড়াগাতী থানা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।