রাস্তার পাশে জঙ্গল তারপর কবরস্থান সেখান কাঁদছিল এক নবজাতক। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা চালক মোঃ সুরজ মিয়া কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুশুল্লির তারের ঘাট-রসুলপুর সড়ক দিয়ে অটোরিকশা চালক মোঃ সুরুজ মিয়া গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় জঙ্গলের পাশে নির্জন কবরস্থানে কান্নার শব্দ শুনে। সেখানে গিয়ে কাপড়ে প্যাঁচানো নবজাতকে উদ্ধার করেন ও নান্দাইল মডেল থানায় নিয়ে যান। পরে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয় শিশুটিকে।
অটোরিকশা চালক মোঃ সুরুজ মিয়া বলেন অটো চালিয়ে যাওয়ার সময় কবরস্থানের ওপর থেকে কাপড়ে প্যাঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। শিশুর পরিবারের সন্ধান না পেলে তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল ইসলাম বলেন, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ আছে তার বয়স আনুমানিক ২-৩ দিন হবে। আপাতত এখানেই আছে শিশুটি।
নান্দাইল মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এদিকে অটোচালক নিজেই শিশুর দায়িত্ব নিতে চান। ইউএনও যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।
নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল মোবাইল ফোনে বলেন, উদ্ধারকৃত নবজাতকের পরিচয় খোঁজার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বিষয়টির ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.