কাজী মোস্তফা রুমি টাঙ্গাইল
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৯ মে'২৪ রোজ বুধবার তৃতীয় ধাপে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন'২৪ এ চেয়ারম্যান পদে ব্যারিস্টার সালমান শামস জিৎ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭, ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন তালা মার্কায় ১০ হাজার ৮৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম প্রজাপতি মার্কায় ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি হতে বহিষ্কৃত ক্ষমতাসীন দলের একাংশের মদদপুষ্ট আব্দুস সামাদ দুলাল ঘোড়া মার্কায় ১৯ হাজার ৮১৭, ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিক নেতা মোঃ ঠান্ডু মিয়া টিউবওয়েল প্রতীকে ১০ হাজার ৩৯৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার কাকলি ফুটবল প্রতীকে ১৪ হাজার ৪০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে সকল প্রার্থীদের এজেন্টের সম্মুখে ভোট গণনা হওয়ার পরে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর কেন্দ্রে উপস্থিত জনসাধারণের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,৬৩,০৩৭, মোট ভোট কেন্দ্র ৯৮ এবং ভোট প্রদানের হার শতকরা ২২.২৬%।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.