আজ ৫ এপ্রিল সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রুবেল আহমেদ কে দিন দুপুরে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, মোঃ রুবেল আহমেদ (৩৪)। সে ভূঁইয়ম গ্রামের মৃত শাহাজান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নরসিংদীর একটি আদালতে হাজিরা দিতে আসেন মোঃ রুবেল আহমেদ,হাজিরা শেষে বেলা পৌনে এক টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁচ্ছালে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা মোঃ রুবেল আহমেদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে তারা ধারালো অস্ত্র দিয়ে জবাই করিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে কোনো রকম বাঁধা ছাড়াই দুর্বৃত্তরা বীরদর্পে এলাকা ত্যাগ করে।
এবিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনা ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনার স্হলে পৌঁছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। দ্রুত আমরা আসামীদের গ্রেপ্তার ও সনাক্ত করতে পারবো।
পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.