সাগর কুমার বাড়ই তেরখাদা খুলনা
২৪ শে মে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার কাগদী গ্রামের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠী। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লী কে ফুলের মাল্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তেরখাদা উপজেলার আওয়ামী লীগের নেতা তরুণ প্রজন্মের আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন তেরখাদা উপজেলা কে স্মার্ট তেরখাদা উপজেলায় রূপান্তরিত করতে আমি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সঙ্গে চলতে ও সুখে দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, আমি সব সময় গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই । গরীব অসহায় মানুষদের উপর যারা নির্বিচারে অত্যাচার করবে আমি সব সময় তাদের পাশে থাকবো ।
নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোঃ আবুল হাসান মুসাল্লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন কাগদী গ্রাম বাসীর পক্ষে সুভাষ চন্দ্র বাওয়ালী, কামাল শেখ ( হাড়িখালী ) , পিযুষ বিশ্বাস , প্রকাশ বিশ্বাস , পরিতোষ কির্তুনীয়া , সরজিৎ বিশ্বাস , রঞ্জিত চিন্তাপাত্র , ব্রজেন্দ্রনাথ মন্ডল , বিপ্লব অধিকারী , মিন্টু , চন্দন বিশ্বাস , মৃণাল কির্তুনীয়া , প্রশিক মজুমদার সহ আরো অনেকে ।