মোছাঃ নিছপা আক্তার - হবিগঞ্জ জেলা প্রতিনিধি
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা হবিগঞ্জ জেলায় যোগদান করেন।
এবং ঐ দিন রাতেই বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলি নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা ও ফুল দিয়ে বরণ করে নেন এবং পুলিশ সুপার হবিগঞ্জ এর দায়িত্বভার বুঝিয়ে দেন।
পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকায় কর্মরত ছিলেন।
জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নবাগত পুলিশ সুপার প্রিয় হবিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন হবিগঞ্জের জনগণ বাস্তবিকই বন্ধুভাবাপন্ন। আমি সর্বদাই হবিগঞ্জবাসীর নিকট আইনের প্রতি আনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য তাই আমি আপনাদের গুরুত্বর্পূণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদাই স্বাগত জানাই। আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন।
তিনি আরো বলেন, আমি কাজের মাধ্যমে হবিগঞ্জবাসীর আস্থা ও বিশ্বাস অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় নবাগত পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জ বলেও জানান। তবে আগামী দিনগুলোতে হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ হবিগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.