স্টাফ রিপোর্টার
শীতের আগমনে বিভিন্ন ধরনের শীতের পিঠার পসরা সাজিয়ে বসেছে পঞ্চাশোর্ধ মিনারা বেগম বাঐসোনা বড়ঘাট বাজার এলাকায় বিকাল বেলায় তিনি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করেন। যদিও এখনো শীতের আমেজ তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে শীত না পড়লেও পিঠা বিক্রির ধুম পড়েছে ফুটপাতে এসব দোকান গুলোতে ভিড় করছেন পিঠা প্রেমীরা। সিরিয়াল দিয়ে পিঠা খাচ্ছেন স্থানীয় মানুষজন। আবার অনেককেই এসব দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য পিঠা নিয়ে যেতেও দেখা যায়।
নড়াগাতীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে । সড়কের পাশের ফুটপাত গুলোয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। এসব দোকানে বিক্রি হচ্ছে চিতই, ভাপা ও ভাজা পিঠা। পিঠা কেনার জন্য রীতিমত সিরিয়ালে দিতে হচ্ছে ক্রেতাদের। চিতই পিঠার সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী দেওয়া হয় সরিষা বাটা, ধনিয়া পাতা বাটা, রাই বাট। প্রতিটি চিতই পিঠা ৫ টাকা ভাপা পিঠা ১০ টাকা বিক্রি করছে।
পিঠা কিনতে আসা আলেম মোল্লা জানান, ‘শীতের সময় পিঠার প্রতি আগ্রহ বেড়ে যায়। গরম গরম চিতই পিঠার সঙ্গে বিভিন্ন মসলা মুখে পানি এনে দেয়। ব্যস্ত জীবনে বাসায় পিঠা বানানোর সময় না থাকায় তাই দোকান থেকে বাসায় পিঠা কিনে নিয়ে যাচ্ছি। শীত আর পিঠা কেমন যেন একে অপরের সঙ্গে সম্পর্কিত, ছোট বেলায় মা পিঠা বানিয়ে দিতো আর সন্ধ্যার সময় স্কুল থেকে পাওয়া নতুন বই নিয়ে পড়তে পড়তে পিঠা খেতাম, সেগুলো এখন স্মৃতি হলেও শীত আসলে পিঠা খেতেই হবে , তাই এখন দোকানে আসলাম পিঠা খাওয়ার জন্য।
বন্ধুদের সঙ্গে পিঠা খেতে আসা চৌধুরী জুয়েল রানা বলেন, ‘শীত আসলে প্রায়দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পিঠা খেতে চলে আসি। এটা একটা আলাদা আনন্দ।’
পিঠা বিক্রেতা মিনারা বলেন, ‘চালের গুঁড়া দিয়ে চিতই ও ভাপা পিঠা বানাই। চিতই পিঠার সাথে শুটকি ভর্তা,সরষে ভর্তা দেয়া হয়, পিঠার মান ভালো হওয়ায় সিরিয়াল দিয়ে সবাই পিঠা খায়। সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত পিঠা বিক্রি করি আমি, তাতে প্রতিদিন আমি প্রায় ৪০০ থেকে ৫০০ শত টাকার পিঠা বিক্রি করি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.