গত শনিবার ১৫ ডিসেম্বর রাতভর অভিযান চালিয়েছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশের চৌকস টিম, সাম্প্রতিক নড়াগাতী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা, সেবন ও চুরির ঘটনাকে কেন্দ্র করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এর নেতৃত্বে এস আই তারেকের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিনজনকে আসামীকে গ্রেফতার করে। পানিপাড়া গ্রামের নয়ন মোল্লা, টোনা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন, বাগুডাঙ্গা গ্রামের কামাল মোল্লাকে রবিবার আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে নড়াগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন মাদকদ্রব্য বেচাকেনা, সেবন ও চুরি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।