চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে প্রায় রাতে চুরির ঘটনার অভিযোগ উঠেছে, বাদ পড়েছে না সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল ও।কখনও ঘরের টিনের চাল কেটে, কখনও ঘরের জানালা ভেঙ্গে কখনও গেটের সিক ফাঁকা করে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটতেছে।
স্থানীয় লোকজনের ধারণা মতে এর প্রধান কারণ গাঁজা ও নিষিদ্ধ ঘোষিত মরন নেশা ইয়াবা (মাদক) সেবন কারিরা টাকা যোগাড় করতে এই ঘটনা ঘটাচ্ছে।
গত শুক্রবার (২৫ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক ২টার সময় টোনা গ্রামের খন্দকার আলী হোসেন (৪৫), পিতা খন্দকার আব্দুল মোতালেব এর বাড়িতে চুরির হয়, ভুক্তভোগীর তথ্য মতে ঘরে থাকা ৪ টি মোবাইল, ২ ভরি স্বর্ন অলংকার, গ্যাসচুলা, নগত ৬৫ হাজার টাকা চুরি হয়।
এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা হলে তিনি বলেন আমরা চোর সনাক্তের চেষ্টা করছি। তবে চুরির ঘটনায় নড়াগাতী থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।