নড়াইল জেলা কালিয়া উপজেলার নড়াগাতী থানার অন্তগত ৯নং বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা মধ্যপাড়ার মৃত মোমাজ্জেদুল হক সাহেব এর বড়পুত্র ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত এ,বি,এম, উবায়দুল্লাহ্ সাহেব এর ভাগিনা মোঃ সাজ্জাদুল হক আজ সকাল আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় হার্ট এ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ অইন্নাইলাইহি রাজিউন।
মোঃ সাজ্জাদুল হক বাঐসোনা কামশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি একনিষ্ঠ একজন সমাজ সেবক ছিলেন। মানুষের সকল ধরনের কাজে নিষ্ঠার সাথে নিজেকে সম্পৃক্ত করতেন। বাঐসোনা ইউনিয়ন একজন ভাল মানুষ কে হারালেন। এক সপ্তাহ আগে এলাকাবাসীর সমসাময়িক কিছু বিষয়ের উপর আমাকে দিক নির্দেশ দেন। কিন্ত তিনি আজ নেই। সবাই সাজ্জাদুল হক এর জন্য দোয়া করবেন।
তার মৃত্যুতে পরিবারের সকল সদস্যদের প্রতি “নড়াগাতীর সংবাদ” ও নড়াগাতী থানার সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।