নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার,কলাবাড়ীয়া একতা যুব সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর ২০২৪ বিকাল ৫ টার দিকে নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া পূর্ব পার বাজারের ব্রিজএর উত্তর পাশে নিজস্ব কার্যলয়ে শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সংঘের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে উপর দিক নির্দেশনা সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন।
বক্তারা বলেন বর্তমান ভার্চুয়াল যুগে যখন তরুণরা অনলাইনে সময় নষ্ট করছে, ঠিক সে সময়েই শৈলীর মননশীল ও বুদ্ধিবৃদ্ধিক কার্যক্রম তরুণ সমাজের জন্য অনুকরণীয়। এদের মাধ্যমে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চা যেন সমাজের সর্বস্তরে পৌঁছে যায় সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সবুর মোল্লা, মোঃ রেজাউল মল্লিক, মোঃ হানেফ তালুকদার, মোঃ জামাল হোসেন মুন্সি, মোঃ মান্নান শিকদার , মোঃ আংগুর শেখ, মোঃ দুল দুল ফকির , মোঃ সোহাগ মোল্লা , মোঃ মতিয়ার মল্লিক , মোঃ মিটন শিকদার, মোঃ আলামিন মোল্লা মোঃ রাসেল শেখ, প্রমূখ । আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।