স্টাফ রিপোর্টার
রবিবার সকাল দশটায় নড়াগাতী থানা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জানাগেছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বদলীর অংশ হিসাবে নড়াগাতী থানা ওসি সুকান্ত সাহাকে খুলনা জেলার ডুমরিয়া থানায় বদলী করা হয়।
বিদায় সংবর্ধনায় নড়াগাতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সুকান্ত সাহাকে ফুলের শুভেচ্ছা সহ বিদায় জানানো হয়। এ সময় নড়াগাতী থানা পুলিশের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনায় ওসি তদন্ত বোরহান উদ্দিন বলেন ওসি সুকান্ত সাহা ছিলেন একজন নিতীবান, পরিশ্রমী ও দায়িত্বশীল অফিসার। তিনি উদার মনের মানুষ ছিলেন, সব সময় জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক আমরা তার মঙ্গল কামনা করি।
অফিসার ইনচার্জ সুকান্ত সাহার বিদায়ী বক্তব্যে সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নড়াগাতী থানার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ থানার মানুষকে কখনও ভুলতে পারবো না। এলাকার সকলের সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না।
তিনি দায়িত্ব পালনকালে নড়াগাতী থানার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলে তুলে ধরেন।