চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
গত ১০ ডিসেম্বর রাত অনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে বাড়ির মালিক মোঃ ওবায়দুর রহমান খান ওহিদুল এর সাথে কথা হলে তিনি বলেন, রাতে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। গত (১০ ডিসেম্বর) রাত অনুমানিক ১১টা ৩০ মিনিট হতে সকাল ০৭টার মধ্যে আমার বসত ঘরে সিধ কেটে চুরি হয়।
পরবর্তীতে ১১ ডিসেম্বর সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের ষ্টীলের আলমারি খোলা এবং আলমারির ভিতরের জিনিসপত্র, কাপড়চোপড় ছড়ানো ছিটানো ও অগোছালো এবং আলমারির পাশে একটা সুড়ঙ্গ কাটা। আমার ঘরটি উত্তর পোতায় মাটির ডোয়ার উপর টিনের বেড়া ও টিনের চাল।
অজ্ঞাতনামা চোর আমার বসত ঘরের পূর্ব পাশে সিধ কেটে ঘরের ভিতরে ঢুকে আমার ঘরের আলমারি থেকে নগদ ৭০,০০০ (সত্তর হাজার) টাকা, ১৫ আনা স্বর্ণের ০২ টি আংটি যার আনুমানিক বাজার মূল্য ১,২৯,৩৭৫- (এক লক্ষ উনত্রিশ হাজার তিনশত পঁচাত্তর) টাকা, ১ ভোরি ৮ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের কানের দুল যার আনুমানিক বাজার মূল্য ২,০৭,৬০০ (দুই লক্ষ সাত হাজার ছয়শত) টাকা,।
১ ভোরি ২ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি যার আনুমানিক বাজার মূল্য ১,৫৫,৭০০ (একলক্ষ পঞ্চান্ন হাজার সাতশত) টাকা, ১ ভোরি ৮ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের গলার চেন যার আনুমানিক বাজার মূল্য ২,০৭,৬০০ (দুই লক্ষ সাত হাজার ছয়শত) টাকা, ৩ আনা স্বর্নের একটি লকেট যার আনুমানিক বাজার মূল্য- ২৫৯৫০- (পঁচিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং একটা HUAWEI nova 71 মডেলের মোবাইল যার মূল্য ৩৫০০০- (পয়তিশ হাজার) টাকা, যার আইএমইআই নং IMEI-1-863797051376165, IMEI-2- 863797051396171 এবং উক্ত মোবাইলে ব্যবহৃত সিম নাম্বার- ০১৭৮৩৫৭৯২৯১ , ০১৮৩৯১৯৬৩৫৩ সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যার সর্বোমোট আনুমানিক মূল্য ৮,৩১,২২৫- ( আট লক্ষ একত্রিশ হাজার দুইশত পঁচিশ) টাকা।
সকালে অনুমানিক ৭ টার আমি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় নাসির খান (৫০), ফরিদ খান (৬৫), দিনার খান(৩৮), রাকিব খান(৩০) সহ আরো অনেকে এসে চুরির বিষয় দেখে এবং শোনে। তখন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী থানায় এসে এজাহার দায়ের করি। যার নং- ২/২৪।
কালিয়া পুলিশ সার্কেল কিশোর কুমার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম সহ এস আই সৌমিত্র সঙ্গীও ফোর্স গতকাল বুধবার রাতে আনুমানিক ০৩:৩০ মিনিটে একাধিক চুরির অভিযুক্ত চোর জনি গাজী পিতা বাদল গাজী,সাং টুনা তাকে ধরতে সক্ষম হন জিজ্ঞাসাবাদে চুরি করার কথা স্বীকার করেছেন, বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আদালতে প্রেরণ করেছেন।