চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের ৫ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বাঐসোনা দক্ষিণ পাড়া গ্রামের ইকলাজ শিকদার (৪৫) কে আসামি করে ৪ সেপ্টেম্বর (বুধবার) শিশুটির মা লাবনী বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১। মামলার আসামী ইকলাজ শিকদার পলাতক রয়েছে।
সে বাঐসোনা গ্রামের মৃত নুরুল হক শিকদারের ছেলে। এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর (সোমবার) ভোরে ওই শিশু বাড়ীর পাশে তাল কুড়াতে গেলে প্রতিবেশী ইকলাজ শিকদার তাকে পাশে আরেকটি গাছে ২০টি তাল পড়ে আছে বলে লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। অতঃপর শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ী এসে তার মাকে ঘটনা খুলে বললে স্থানীয় লোকজন ইকলাজ শিকদারকে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং মামলার প্রস্তুতি নেয়। এদিকে একলাজ শিকদার মামলা ঠেকাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করলেও অবশেষে তিনি ব্যর্থ হন। লম্পট ইকলাজ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে ইকলাজ শিকদার এর সাথে কথা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন আমার বিরুদ্ধে এলাকার কিছু মাতরররা মিলে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে। মাতবররা মিলে এঘটনাকে কেন্দ্র করে আমাকে জরিমানা করে এবং বিশ দিনের মধ্যে পরিশোধ করতে বল। আমি জরিমানার টাকা দিতে অস্বীকার করলে তারা মামলার করে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.