০৭ এপ্রিল রবিবার সকাল ০৬টা ২০ মিনিটের সময় নড়াগাতি থানার সিআর মামলায় ০৪ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি জবেদা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি জবেদা বেগম (৩৫) নড়াইল জেলার নড়গাতি থানার নড়াগাতি গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।