মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে মোর্শেদ শেখের স্ত্রী বৃষ্টি বেগমকে মারপিট ও শ্লীলতাহানির চেষ্টায় নড়াইল বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ও ৭নং ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী বৃষ্টি বেগমের শশুর বাদী হয়ে চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম, ওয়ার্ড সদস্য গোলাম কবির তপন ও সাংবাদিক বাবলু মল্লিকসহ ২১ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে।
মামলা ও বাদীর স্বজন সূত্রে জানা যায়, গত মাসের ২১ তারিখে জাহাঙ্গীর শেখকে অন্যের রিক্সা আত্মসাৎ চেষ্টার অভিযোগে এনে জরিমানা ও নাকে ক্ষর দেওয়ার ঘটনায় তার পুত্র ও পুত্রবধু বৃষ্টি বেগম বিষয়টি ওয়ার্ড মেম্বার গোলাম কবির তপনের নিকট শুনতে গেলে সে সহ অন্যান্য আসামীরা পুত্রবধু বৃষ্টিকে মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করে এবং ওই দিনই জুম্মার নামাজ শেষে পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম ও মেম্বারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক তাদের বাড়ীতে ঢুকে বাড়ি ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং মহিলাদের মারপিট করে বিবস্ত্র করে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টা করায় আসামীদের বিরুদ্ধে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে মোঃ জাহাঙ্গীর শেখ মামলা দায়ের করেন। এ ঘটনায় ন্যায্য বিচার দাবী করেছেন তারা। এদিকে অভিযুক্তরা বলেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় রকিত শেখ ও ইলানুর শেখসহ অনেকে জানান, জাহাঙ্গীর শেখ একজন চোর। রকিতের এক বৃদ্ধ নিকটাত্মীয় জাহাঙ্গীরের বাড়ীতে রিক্সা চার্জ দিত। কিছু দিন আগে তিনি রিক্সা নিয়ে এক্সিডেন্ট করলে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং রিক্সাটি পুলিশ হেফাজতে থাকে। বৃদ্ধের পরিচয় সনাক্ত করতে বিষয়টি ফেসবুকে পোস্ট করলে জাহাঙ্গীর শেখ কাউকে না জানিয়ে থানায় গিয়ে ওই রিক্সা নিজের বলে দাবী করে এবং ওই বৃদ্ধের নিকট ৯ হাজার টাকা পাবে বলে জানায়।
এদিকে বৃদ্ধ রিক্সা চালকের স্বজনরা হাসপাতালে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখতে পায় উন্নত চিকিৎসার জন্য রিক্সাটি বিক্রির সিদ্ধান্ত নিয়ে থানায় গেলে পুলিশের মাধ্যমে জানতে পারে জাহাঙ্গীর শেখ রিক্সাটি তার বলে দাবী করেছেন। অতঃপর আহত বৃদ্ধের জ্ঞান ফিরলে জানান রিক্সাটি তার নিজের এবং জাহাঙ্গীর কোন টাকাও পাবেনা। পরবর্তীতে জাহাঙ্গীর ভুল স্বীকার করে জরিমানা ও নাকে ক্ষর দিয়ে মুক্তি পান। বিষয়টিকে পুঁজি করে এলাকার কিছু স্বার্থান্বেষী মহল তাদের উস্কিয়ে মনগড়া ঘটনা তৈরী করে এলাকার মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করছে।
এ দিকে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম ও মেম্বার গেলাম কবির তপন বলেন, বৃষ্টি বেগমের নৈতিক চরিত্র মোটেই ভালো নয় এবং তার শশুর জাহাঙ্গীর শেখ একটা চোর প্রকৃতির লোক। এ ধরনের অনেক ঘটনা ঘটিয়ে সে এলাকা ছাড়াও হয়েছে। ইতিপূর্বে ওই গৃহবধূ তার আপন শশুরের নামেও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনেন। রিক্সা আত্মসাৎ চেষ্টায় ধরা পড়ায় শশুরের অপমানের প্রতিশোধ নিতে একটি রাজনৈতিক মহলের ইন্ধনে বৃষ্টি বেগম মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানহানীর মামলা করবেন বলে জানিয়েছেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.