চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
গতকাল শনিবার ৭ ই ডিসেম্বর সন্ধ্যা ছটায় নড়াইল জেলার নড়াগাতী থানার নড়াগাতী গ্রামের ইজিবাইক চালক আনোয়ার বিশ্বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দিনভর ইজিবাইক চালিয়ে আনোয়ার বিশ্বাস পিতা মৃত আকরাম বিশ্বাস ঘরে ফিরে তার স্ত্রীকে গাড়ি চার্জে লাগাতে বলে এবং স্ত্রী চার্জে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন, পাশের রুম থেকে স্বামী আনোয়ার বিশ্বাস চিৎকার শুনে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থা থাকা স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আহতো অবস্থায় পড়ে থাকে কিন্তু তিনি নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বড় ভাই আজিম বিশ্বাস মেইন সুইচ বন্ধ করেন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারের খোঁজখবর নেন সমবেদনা জানান