মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল
মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুবেল মীর(৩১) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল মীর (৩১) নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া আশরাফ মীরের ছেলে। আজ ২৮ অক্টোবর'২৪ নড়াগাতি থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া সাকিনস্থ আলতাফ হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা হতে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুবেল মীর (৩১) কে গ্রেফতার করে। এছাড়া ও আসামি রুবেল মীর (৩১) এর নামে একাধিক মামলা রয়েছে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.