মামুন হাচান- কো-অর্ডিনেটর- বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন
নড়াইল সদর উপজেলায় মোঃ আরিয়ান মোল্লা (১৬) নামে এক ছাত্রের হাত ও পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে আউড়িয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস এম পলাশসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।আরিয়ানের দাদি মাসুমা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামিরা হলেন, তুষার শেখ (৩৫), রয়েল শেখ (৩২), শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা পারভিন কেয়া (৩৮), কেয়ার বাড়ি গৃহপরিচারিকা নিশি (৩০), আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ (৪২), কেয়ার ছেলে মোস্তাইন হাবিব এলহান (২০)।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আরিয়ান মোল্লার বাড়ি থেকে অভিযুক্তরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে কাড়ার বিলে মুক্তর মাছের ঘের পাড়ে শিক্ষার্থী আরিয়ানের হাত-পায়ের রগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। আহত অবস্থায় আরিয়ান নিজেই অটোরিকশা করে নড়াইল সদর হাসপাতালে পৌঁছায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আরিয়ানকে যশোরে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর দাদি বাদী হয়ে মামলা রজু করেছেন। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.