নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় দাঙ্গার প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাদের অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন – জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে মো.সুমন শেখ (২২), সাঈদ শেখের ছেলে মো. নাহিদ শেখ (১৯) ও ওয়ালিদ শেখ (২৭) এবং বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের দাঙ্গার প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এ সময় বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, আটটি বল্লম, ছুরি, চাইনিজ কুড়াল ও একটি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আটককৃত ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.