মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।
নড়াইলের কালিয়ায় বিএনপির প্রোগ্রামের সংবাদ সংগ্রহে গিয়ে মারধর ও লাঞ্ছনার ঘটনায় কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাশরু পল্টুকে (৪৫) প্রধান অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কালিয়া থানায় মামলাটি করেন মোহনা টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এস এম হাফিজুল করিম নিলু,
সাংবাদিক এস এম হাফিজুল করিম (নিলু) নড়াইল সদরের কুড়িগ্রামের মৃত শেখ রফিক উদ্দিনের ছেলে। তিনি মোহনা টেলিভিশন ও কয়েকটি অনলাইন পত্রিকাসহ প্রিন্ট পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা বিবরণে জানা গেছে, কালিয়া থানাধীন বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে ব্যবসা করছিলেন যুবদল নেতা গোলাম মাশরু পল্টু ও তার ভাই খায়রুজ্জামান ওরফে খসরু।
এ ঘটনায় গত ২৪ নভেম্বর সাংবাদিক হাফিজুল করিম নিলুসহ বেশ কয়েকজন সাংবাদিক অনলাইন পোর্টালে খবর প্রকাশ করে। ওই নিউজ করাই ক্ষিপ্ত হন অভিযুক্ত যুবদল নেতা ও তার অনুসারীরা।
আরও জানা গেছে গত ৪ ডিসেম্বর কালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলাশসহ নড়াইল জেলা যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে কালিয়ায় যান সাংবাদিকরা। সেখান থেকে ফেরার পথে বেন্দা ফেরিঘাটে অভিযুক্ত যুবদল নেতা পল্টু ও তার ভাই খায়রুজ্জামানসহ ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে।
এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপরে তাদের আটকে রেখে শেখানো কথা বক্তব্য আকারে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে সাংবাদিক এজাহারে উল্লেখ করেন।
সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে হামলার শিকার হয়েছি। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। আমি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যদিকে এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা গোলাম মাশরু পল্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন বলেন,এ সংক্রান্ত একটি মামলা রজু হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.