স্টাফ রিপোর্টার
নড়াইলে বহুল প্রচলিত আমিন টেলিভিশনের সৌজন্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এলাকার শতাধিক গরীব ও অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় আমিন টিভি অনলাইনে কর্মরত সকল সাংবাদিকদের নতুন বছরের পরিচয়পত্র প্রদান করেন সম্পাদক।
সমাজসেবক একলাছুর রহমানের সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আকরাম হোসেনের সভাপতিত্বে এবং চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধানে
প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন, আমীন টিভির প্রকাশক ও সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন মোঃ মফিজুর রহমান, মোঃ টিপু সুলতান, মোঃ জিন্নাহ মোল্লা, মোঃ আলম, নাজনীন নাহার সীমা, ইউপি সদস্য রোকেয়া বেগমসহ আমিন টিভির প্রতিনিধিরা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।