মোঃ নূরুন্নবী সামদানী বিশেষ প্রতিনিধি
তীব্র তাপদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে আম, লিচু, কাঠালসহ নানা ধরনের ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নড়াইল পৌর এলাকার বাঘবাড়ি- রঘুনাথপুরে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় নড়াইল পৌর এলাকার বাঘবাড়ি- রঘুনাথপুর জামে মসজিদের সামনের মাঠে খোলা আকাশের নিচে এ ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসুল্লিরা।
নামাজের ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা মো: বায়েজিদ হোসাইন। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ রঘুনাথপুর, দলজিৎপুর, ডুমুরতলা সহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.