নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুনসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে মোঃ শরিফুল ইসলাম। তথ্যে জানা যায় , নড়াইলের লোহাগড়া বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ভাংচুর ও চাঁদাদাবির অভিযোগে নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুন, লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাছির উদ্দীন, ওসি তদন্ত হারান চন্দ্র পাল, এস আই মোঃ মিজানুর রহমান , এস আই সবুর, লোহাগড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে মামলাটি করে।
৯ সেপ্টেম্বর সোমবার লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম লোহাগড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন আমলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী ১৬ অক্টোবর এর মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর( পিপি) এ্যাডঃ ইমদাদুল ইসলাম এমদাদ।