ডেস্ক নিউজ
গত ০৭ অক্টোবর র্যাব-৬, এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নড়াইল জেলার কালিয়া থানাধীন বিলদড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় নড়াইল জেলার কালিয়া থানাধীন বিলদড়িয়া উওর গ্রামে রাস্তার উপর অভিযান পরিচালনা করে নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের মোঃ দুলু সরদারের ছেলে মোঃ হোসেন সরদার (৩৫), কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.