নড়াইলের কলাবাড়িয়া গ্রামে সন্ত্রাসীরা আনিস শেখ (৩২) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার রাত ৮টার দিকে চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়। নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন মেম্বরের ছেলে। নিহতের ভাই কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
স্থানীয়রা জানায়, শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটভাটা এলাকায় যায় আনিস শেখ। এরপর তাকে একদল সন্ত্রাসী এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ তৎপর রয়েছে।’ কলাবাড়িয়া বাজার সহ আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।