জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা প্রতিবেদন বিষয়ক কর্মশালা আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় জানানো হয়, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমকে আটটি সাবপ্রজেক্টে ভাগ করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে নগরীর দৌলতপুর ও মহেশ^রপাশা এলাকায় ভৈরব নদের তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সাথে সোনাডাঙ্গা বাইপাস রোড এলাকার ১১, ১৭ ও ২১ নম্বর ক্যাচমেন্ট এলাকায় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বাস্তুহারা খাল, ডিসি খাল ও নিরালা খাল বৃষ্টির পানি সংরক্ষণ ও অপসারণে ব্যবহারের উদ্যোগ থাকবে। নতুনভাবে নির্মাণের মাধ্যমে আলুতলা ও লবনচরা স্লুইসগেট আধুনিকায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে নগরীর ১৭টি বিদ্যমান পুকুর সংস্কার করে অধিকতর ব্যবহার উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ সাবিরুল আলম, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দুইটি পর্বে প্রতিবেদন উপস্থাপন করেন জার্মান সংস্থা হাইড্রোপ্ল্যান এর টিম লিডার সবুজ ইকবাল এবং ফিচনার ওয়াটার অ্যান্ড ট্রান্সপোর্টেশন এর টিম লিটার অশীত কুমার মহান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবির উল জব্বার।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.